সিদ্ধান্ত নিয়েছিলাম, এই দেশে থাকবই না!
১১ বছর আগের কথা—ডেনমার্ক থেকে বাংলাদেশে এসে দেখি দুই দেশের অনেক পার্থক্য! ডেনমার্কের জনসংখ্যা টেনেটুনে ৫০ লাখ। বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এসে বেশ ঘাবড়েই গেলাম! এত মানুষ আমি জীবনেও দেখিনি! এর ওপর সবকিছুই তখন নতুন। মানুষ নতুন, আবহাওয়া নতুন, খাবার নতুন। যানজট, জীবনে তখন আমার প্রথম এমন দৃশ্য দেখা