জামাল ভূঁইয়া
ঢাকা: ১১ বছর আগের কথা—ডেনমার্ক থেকে বাংলাদেশে এসে দেখি দুই দেশের অনেক পার্থক্য! ডেনমার্কের জনসংখ্যা টেনেটুনে ৫০ লাখ। বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এসে বেশ ঘাবড়েই গেলাম! এত মানুষ আমি জীবনেও দেখিনি! এর ওপর সবকিছুই তখন নতুন। মানুষ নতুন, আবহাওয়া নতুন, খাবার নতুন। যানজট, জীবনে তখন আমার প্রথম এমন দৃশ্য দেখা।
আমি যখন অনুশীলন করছিলাম, নিজে থেকে মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। তবে এর ভেতরেও অনেক ব্যক্তিগত সমস্যা ছিল। দলের সঙ্গে প্রথম প্রথম অনুশীলনের পর সিদ্ধান্ত নিয়েছিলাম, এই দেশে থাকবই না! ডেনমার্কে ফিরেও গেলাম।
ডেনমার্কে চলে যাওয়ার ২০ মাস পর জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ আমাকে ফোন করলেন। বললেন, তোমাকে জাতীয় দলে নিতে চাই। চলে এসো। আমি বললাম, কোচ এখানে খেলতে চাই না। আমার এখানে টিকে থাকা কঠিন। পাঁচ দিন পর কোচ আবারও আমাকে ফোন দিয়ে আসতে বললেন। তখন ভাবলাম তিনি যখন বলছেন, সুযোগটা আমি নিই না কেন? আমার বাবা-মা একটু উদ্বিগ্ন ছিলেন, আমার বয়স তো কম ছিল। আমার অসংখ্য সমস্যা ছিল। ধীরে ধীরে মানিয়ে নিলাম।
লাল–সবুজ জার্সিতে আমার অভিষেক ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে। কোচ আমাকে বললেন, তুমি শুরুর একাদশে খেলছ। আমি বললাম, মাত্রই তো এলাম, মানিয়ে নিতে একটু সময় লাগবে। কোচ সেটা শুনতেই চাইলেন না। রাজি হওয়া ছাড়া উপায় ছিল না।
২০১৩ সালের ৩১ আগস্ট নেপালের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। গ্যালারিতে কমপক্ষে ২৫ হাজার মানুষ। যখন বাংলাদেশের জাতীয় সংগীত শুনলাম, তখনই মনে একটা সাহস চলে এল। ভাবলাম, পাঁচ দিন আগেও আমি ডেনমার্ক ছিলাম। আর এখন আমি বাংলাদেশের জাতীয় দলে। বিষয়টা অনেক গর্বের ছিল। ম্যাচ শুরুর আগে বেশ দুশ্চিন্তায় ছিলাম। খেলা শুরুর পর সব ভুলে গেলাম।
ঢাকা: ১১ বছর আগের কথা—ডেনমার্ক থেকে বাংলাদেশে এসে দেখি দুই দেশের অনেক পার্থক্য! ডেনমার্কের জনসংখ্যা টেনেটুনে ৫০ লাখ। বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। এসে বেশ ঘাবড়েই গেলাম! এত মানুষ আমি জীবনেও দেখিনি! এর ওপর সবকিছুই তখন নতুন। মানুষ নতুন, আবহাওয়া নতুন, খাবার নতুন। যানজট, জীবনে তখন আমার প্রথম এমন দৃশ্য দেখা।
আমি যখন অনুশীলন করছিলাম, নিজে থেকে মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। তবে এর ভেতরেও অনেক ব্যক্তিগত সমস্যা ছিল। দলের সঙ্গে প্রথম প্রথম অনুশীলনের পর সিদ্ধান্ত নিয়েছিলাম, এই দেশে থাকবই না! ডেনমার্কে ফিরেও গেলাম।
ডেনমার্কে চলে যাওয়ার ২০ মাস পর জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ আমাকে ফোন করলেন। বললেন, তোমাকে জাতীয় দলে নিতে চাই। চলে এসো। আমি বললাম, কোচ এখানে খেলতে চাই না। আমার এখানে টিকে থাকা কঠিন। পাঁচ দিন পর কোচ আবারও আমাকে ফোন দিয়ে আসতে বললেন। তখন ভাবলাম তিনি যখন বলছেন, সুযোগটা আমি নিই না কেন? আমার বাবা-মা একটু উদ্বিগ্ন ছিলেন, আমার বয়স তো কম ছিল। আমার অসংখ্য সমস্যা ছিল। ধীরে ধীরে মানিয়ে নিলাম।
লাল–সবুজ জার্সিতে আমার অভিষেক ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে। কোচ আমাকে বললেন, তুমি শুরুর একাদশে খেলছ। আমি বললাম, মাত্রই তো এলাম, মানিয়ে নিতে একটু সময় লাগবে। কোচ সেটা শুনতেই চাইলেন না। রাজি হওয়া ছাড়া উপায় ছিল না।
২০১৩ সালের ৩১ আগস্ট নেপালের বিপক্ষে আমার প্রথম ম্যাচ। গ্যালারিতে কমপক্ষে ২৫ হাজার মানুষ। যখন বাংলাদেশের জাতীয় সংগীত শুনলাম, তখনই মনে একটা সাহস চলে এল। ভাবলাম, পাঁচ দিন আগেও আমি ডেনমার্ক ছিলাম। আর এখন আমি বাংলাদেশের জাতীয় দলে। বিষয়টা অনেক গর্বের ছিল। ম্যাচ শুরুর আগে বেশ দুশ্চিন্তায় ছিলাম। খেলা শুরুর পর সব ভুলে গেলাম।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে