হাঁচির সময় হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, এটা কি ঠিক
হাঁচি মানুষের শরীরের স্বাভাবিক ক্রিয়া। অনেকে দিনে বেশ কয়েকবার হাঁচি দেন। অনেকের দাবি, হাঁচির মুহূর্তে মানুষের হৃৎস্পন্দন, এমনকি শারীরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে এই তথ্য প্রায়ই ছড়িয়ে পড়ে। কিন্তু এই দাবি কি সত্যি, আসলেই হাঁচির সময় হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়?