নতুন কোনো কলেজে অনার্স চালুর পরিকল্পনা নেই: উপাচার্য
গত দুই বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে আর অনার্সের অধিভুক্তি দিচ্ছে না। আপাতত নতুন কলেজে অনার্সে অধিভুক্তি দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। তবে অদূর ভবিষ্যতে খুব প্রয়োজন হলে যেমন যুগোপযোগী, জুতসই, প্রয়োজনীয় আবশ্যিক বিষয়ে প্রয়োজন হলে যাচাই-বাছাই করে অধিভুক্তি করা হতে পারে