Ajker Patrika

জাতীয় পর্যায়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

গাজীপুর প্রতিনিধি
জাতীয় পর্যায়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধিভুক্ত কলেজ র‍্যাঙ্কিংয়ে ২০১৮ সালের সেরা ৭৬টি কলেজের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ ৭০ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে।

কার্যসম্পাদন সূচকের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কলেজ র‍্যাঙ্কিংয়ে ২০১৮ সালের ফলাফল ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে এ অনুষ্ঠান হয়। করোনার কারণে ফলাফল ঘোষণায় দেরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাঙ্কিং তৈরিতে বিবেচনায় নেওয়া সূচকগুলোর মধ্যে ছিল একাডেমিক কার্যক্রম, কলেজ ব্যবস্থাপনা, অবকাঠামো, পঠন-পাঠনে শিক্ষার্থী উপস্থিতি প্রভৃতি।

উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‍্যাঙ্কিংয়ের জন্য আবেদন করে। পরে র‍্যাঙ্কিংয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা ওই চূড়ান্ত তালিকা তৈরি করেছেন।’

জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা পাঁচটি কলেজ হলো রাজশাহী কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, আনন্দ মোহন কলেজ এবং কারমাইকেল কলেজ। এ ছাড়া সেরা মহিলা কলেজ হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ, সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ।

এ ছাড়া ঢাকা অঞ্চলে ১০, চট্টগ্রাম অঞ্চলে ১০, রাজশাহী অঞ্চলে ১০, খুলনা অঞ্চলে ১০, বরিশাল অঞ্চলে ৪, সিলেট অঞ্চলে ৬, রংপুর অঞ্চলে ১০ ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে। ২০১৫ সাল থেকে এই কলেজ র‍্যাঙ্কিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজকে প্রণোদনা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত