Ajker Patrika

স্নাতক প্রথম বর্ষে ১ম রিলিজ স্লিপে ভর্তি শুরু মঙ্গলবার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১০: ৫০
স্নাতক প্রথম বর্ষে ১ম রিলিজ স্লিপে ভর্তি শুরু মঙ্গলবার

আগামী মঙ্গলবার বিকেল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। গতকাল রোববার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. আতাউর রহমান বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারীরা মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। 

দপ্তরের পরিচালক আরও বলেন, স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাঁকে অবশ্যই ২৩ আগস্টে মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট  এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত