Ajker Patrika

নোটিশ বোর্ড: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টার পরীক্ষার সূচি

সহায়িকা ডেস্ক
নোটিশ বোর্ড: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টার পরীক্ষার সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের বিবিএ (প্রফেশনাল) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার (নতুন ও পুরোনো সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ মার্চ ২০২৩ তারিখ সোমবার প্রথম পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর চার-পাঁচ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রবেশপত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের আগেই সংশোধন করে নিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা আরম্ভ হওয়ার দুই থেকে তিন দিন আগে রোল বিবরণী ও হাজিরাপত্রের প্রিন্ট করে (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অধ্যক্ষরা হস্তান্তর করবেন।

পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি জানতে এই  বিজ্ঞপ্তিতে দেখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...