Ajker Patrika

এক পত্রের পরীক্ষায় আরেক পত্রের প্রশ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
এক পত্রের পরীক্ষায় আরেক পত্রের প্রশ্ন

কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

এ দিনের পরীক্ষায় আগামী ৯ জানুয়ারির পরীক্ষার প্রশ্ন বিতরণ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে পুনরায় সঠিক প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্রে বিভ্রাটের ঘটনায় বিলম্বে তা শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, ভুল প্রশ্নপত্রের প্যাকেট খুলে কেন্দ্রের প্রতিটি কক্ষে পাঠানো হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে আবার ট্রেজারি থেকে সঠিক প্রশ্নপত্র নিয়ে এসে পরীক্ষা নেওয়া হয়।

আরেক শিক্ষক বলেন, যে শিক্ষকেরা ট্রেজারি থেকে প্রশ্ন নিয়ে এসেছেন তাঁরা দায়িত্বে অবহেলা করেছেন। বিষয় কোড অনুযায়ী প্রশ্নপত্র এনে অধ্যক্ষের সামনে কোড মিলিয়ে প্রশ্নপত্র খোলার নিয়ম। কিন্তু তা না মিলিয়ে প্যাকেট খুলে প্রশ্নপত্র রুমে রুমে পাঠানো হয়।

পরীক্ষা দেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়নি। তবে বিষয় কোড না মেলায় পরে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।

শাহীনুর আলম নামে এক পরীক্ষার্থী বলেন, ‘কক্ষে প্রশ্নপত্র আনার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আমাদের বিষয় কোড জিজ্ঞাসা করেন। সেখানে আসা প্রশ্নপত্রের বিষয় কোডের সঙ্গে আমাদের আজকের (বৃহস্পতিবার) বিষয় কোড না মেলায় ওই শিক্ষক বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে ৩০ মিনিট পর সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এটা অবশ্যই সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা। তাঁদের খামখেয়ালির জন্য আমাদের বিড়ম্বনার শিকার হতে হলো। এসব বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।’

যোগাযোগ করা হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম দাবি করেন, ‘এ ধরনের ঘটনা ঘটেনি। কিছু প্রশ্নপত্রে ঘাটতি থাকায় ওই বিষয়ের পরীক্ষা দেরিতে শুরু হয়।’

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, ‘অভিযোগের সত্যতা রয়েছে। একবার প্রশ্নপত্রের খাম খুললে তা আর বন্ধ করার উপায় নেই। আমরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছি। তাঁর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত