সয়েফের শখের চিড়িয়াখানা
গোলাপগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় রয়েছে আটটি হরিণ, তিনটি উটপাখি, তিনটি ইমো, তিনটি ময়ূরসহ বিভিন্ন প্রজাতির কবুতর। এই চিড়িয়াখানা পারিবারিকভাবে গড়ে তুলেছেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের ব্যবসায়ী সয়েফ উদ্দিন চৌধুরী। বিভিন্ন স্থান থেকে এই চিড়িয়াখানা দেখতে ছুটে আসছেন দর্শ