Ajker Patrika

রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী মারা গেছে 

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৪
রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী মারা গেছে 

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার খাঁচায় একমাত্র বাঘিনী ছিল ‘শাওন’। ২০০৩ সালের ৩০ জুন জন্ম নেওয়া শাওনকে রংপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল ২০১০ সালে। এক যুগ ধরে চিড়িয়াখানার শোভা বর্ধন করেছিল এই বাঘিনী। গত শুক্রবার রাতে মারা গেছে ১৮ বছর সাত মাস বয়সী এই বাঘিনী। ফলে এখন বাঘশূন্য হয়ে পড়েছে রংপুর চিড়িয়াখানা। 

রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার বাঘিনী শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আম্বর আলী তালুকদার বলেন, খাঁচায় একটি মাত্র বাঘিনী ছিল। এই বাঘিনীকে শাওন নামে ডাকা হতো। মৃত্যুর আগে কোনো রোগে আক্রান্ত ছিল না। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঘিনীটি মারা যায়। 

আম্বর আলী আরও বলেন, এই বাঘের বয়স বেশি হয়েছিল। বাঘ সাধারণত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে। সে অনুযায়ী বার্ধক্যের কারণে বাঘিনীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানাতেই পরিবেশসম্মতভাবে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত