Ajker Patrika

রাজ–পরীর ঘরে আরও ৪ সাদা শাবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাজ–পরীর ঘরে আরও ৪ সাদা শাবক

সাদার ওপর কালো ডোরাকাটা। প্রথম দেখায় হঠাৎ কেউ ভাবতে পারেন এগুলো বিড়াল। না, এরা বাঘ শাবকই। গতকাল শনিবার চট্টগ্রাম চিড়িয়ানার বাঘ দম্পতি রাজ–পরীর ঘরে এসেছে এমন চারটি সাদা শাবক। ওইদিন বিকেল ৪টায় শাবকগুলোর জন্ম হলেও আজ রোববার তা প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

অবশ্য চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শাবকের জন্ম এবারই প্রথম নয়। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তখন সেই বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। এই দম্পতির ঘরেই ২০১৮ সালের ১৯ জুলাই জন্ম নেয় নতুন তিনটি বাঘ শাবক। এর মধ্যে একটি ছিল সাদা। যা বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ। 

এবার একই দম্পতির ঘরে (খাঁচায়!) এল আরও চারটি সাদা শাবক। আগেরটার মতো এই বাঘশাবকগুলোর কান, নাক ও লেজ সবকিছুই সাদা। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬ টিতে। 

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। মা ও শাবকগুলোকে আপাতত আলাদা কক্ষে রাখা হয়েছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আপাতত বাঘ শাবকগুলোকে দর্শনার্থীদের দৃষ্টির বাইরে রাখা হবে। নিবিড় যত্নে যাতে কোনো ব্যঘাত না ঘটে সেজন্য এই উদ্যোগ। তবে চার শাবকের মধ্যে কয়টি পুরুষ ও কয়টি নারী তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক সপ্তাহ পর এটি নিশ্চিত হওয়া যাবে। তখন শাবকগুলোর নামকরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত