শিক্ষার্থী নেই, তবু এমপিওভুক্তি
নেই কোনো শিক্ষার্থী, আধা-পাকা তিনটি টিনের ঘর। ভেতরে আগাছা আর জঞ্জাল ছাড়া কিছু নেই। পাশে একটি খোলা টিনের চালা। অন্যদিকে আরেকটি টিনের ঘর, দেখলেই বোঝা যায় দীর্ঘদিন এটি খোলা হয়নি, কোনো সাইনবোর্ডও নেই। এই অবস্থা দিনাজপুরের চিরিরবন্দরের....