স্বাস্থ্য অধিদপ্তরের ৩৬৪ ভেষজ বাগান, খুঁজে পায়নি প্রাচি
সরকারের অর্থায়নে দেশে প্রতিটি উপজেলায় একটি করে মোট ৩৬৪টি ভেষজ উদ্ভিদের বাগান আছে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে। এসব বাগানে প্রায় ৩০ প্রজাতির ভেষজ উদ্ভিদ আছে। যা পরিচর্যার জন্য সরকারি খরচে নিয়োগ করা হয়েছে একজন করে মালি। কিন্তু বাস্তবে এসবের কিছুই নেই। বাগানও নেই, মালিও নেই; নেই উদ্ভিদও। এ সবই কাগ