Ajker Patrika

মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রটি বলছে, বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। 

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক এখন তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন। 

আজ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মার্কিন চিকিৎসকেরা। ওই বৈঠকে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

গতকাল বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন—জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস। 

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। সরকার সে আবেদন বারবার নাকচ করে দিয়েছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত