কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীতে সন্ত্রাসী হামলায় আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
জানা যায়, কুমিল্লায় চেম্বারে জহিরুল হক নামে এক শিশুরোগ চিকিৎসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতাবস্থায় প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২১ অক্টোবর) নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার কুমিল্লার রেসকোর্সে শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে শিশু চিকিৎসক জহিরুল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে স্বজনেরা তাঁকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।
ভবনের বাসিন্দারা জানান, একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু ও তাঁর স্ত্রী-সন্তানেরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা করেছেন।
চিকিৎসকের স্ত্রী হিমি বলেন, ‘পাপ্পু একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। সে আমাদের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।’
নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকাল
সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় একটি জানাজা হবে। তারপর মরদেহ কুমিল্লায় আনা হবে। কুমিল্লায় জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা ও নিহত হওয়ার পর শোক জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন, বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্বাচিপ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ অন্যরা।
কুমিল্লা নগরীতে সন্ত্রাসী হামলায় আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
জানা যায়, কুমিল্লায় চেম্বারে জহিরুল হক নামে এক শিশুরোগ চিকিৎসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতাবস্থায় প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২১ অক্টোবর) নগরীর রেসকোর্সে শাপলা টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার কুমিল্লার রেসকোর্সে শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে শিশু চিকিৎসক জহিরুল হককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে স্বজনেরা তাঁকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে।
ভবনের বাসিন্দারা জানান, একই ভবনের বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদ পাপ্পু ও তাঁর স্ত্রী-সন্তানেরা মিলে ডা. জহিরুল হকের ওপর হামলা করেছেন।
চিকিৎসকের স্ত্রী হিমি বলেন, ‘পাপ্পু একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। সে আমাদের কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় আমাদের ওপর হামলা করেছে।’
নিহতের চাচা ডা. এ কে এম আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকাল
সাড়ে ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় একটি জানাজা হবে। তারপর মরদেহ কুমিল্লায় আনা হবে। কুমিল্লায় জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা ও নিহত হওয়ার পর শোক জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন, বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্বাচিপ কুমিল্লার সভাপতি আবদুল বাকী আনিছ ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ অন্যরা।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫