নবীগঞ্জে ৫ দফা দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
হবিগঞ্জের নবীগঞ্জে বকেয়া বেতন, রেশন, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে চার দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন ইমাম ও বাওয়ানী চা-শ্রমিকেরা। সেই সঙ্গে আজ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাঁরা।