নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চা-শ্রমিকদের পূর্ণ বকেয়া মজুরি পরিশোধ ও ২০২৩-২৪ সালে নতুন দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে শ্রম অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করেছে চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। ঘেরাওয়ের পর অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবন থেকে মিছিল করে শ্রম ভবন ঘেরাও করে এসব দাবি জানায় সংগঠনটি। বিকেলে একই দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করা হবে।
স্মারকলিপিতে বলা হয়, চা-শ্রমিকদের ২০২২ সালের আগস্টে দীর্ঘ ১৯ দিনের আন্দোলনের ফলশ্রুতিতে ২০২১-২২ সালের দৈনিক মজুরি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকা নির্ধারিত হয়। হিসাব অনুযায়ী, প্রত্যেক চা-শ্রমিক বকেয়া মজুরি পাবেন ৩০ হাজার টাকার অধিক। কিন্তু ১ মার্চ ২০২৩ শ্রম অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকেয়া মজুরি থোক বরাদ্দ হিসেবে ১১ হাজার টাকা তিন কিস্তিতে পরিশোধের ঘোষণা দেয়। চা-শ্রমিকের শ্রমে আর ঘামে অর্জিত সম্পূর্ণ বকেয়া মজুরি কেন দেওয়া হবে না, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ১১ হাজার টাকা বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা স্বাক্ষর করেননি জানিয়ে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বকেয়া মজুরি ১১ হাজার টাকা পরিশোধের ব্যাপারে চা-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো চিঠি চা-বাগান পঞ্চায়েত কমিটি বা ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চাই, চা-শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মজুরি কেন পরিশোধ করা হবে না?’
১১ হাজার টাকা বকেয়া মঞ্জুরি পরিশোধের সিদ্ধান্ত চা-শ্রমিকেরা মেনে নেননি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সাত মাস অতিবাহিত হলেও ২০২৩-২৪ সালের নতুন মজুরিসহ অন্যান্য বিষয়ে চুক্তির কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সবুজ তাঁতী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। আমরা কারও কাছে ভিক্ষা চাই না। আমরা আমাদের শ্রম-ঘামে অর্জিত টাকা চাই। এখানে এসেও আমরা কোনো আশা পাইনি। আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আগামী মাসে দেশের সব চা বাগান বন্ধ করে দেব।’
সংগঠনের অন্যতম উপদেষ্টা আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, ‘শ্রমিকদের মজুরি তিন ভাগের এক ভাগ দেওয়ার চুক্তি মালিকপক্ষের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর হয়েছে। শ্রমিকদের কাছ থেকে এই চুক্তির আগে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না হলে এই চুক্তি অবৈধ। সোজা কথায়, পূর্ণ বকেয়া মজুরি দেওয়া না হলে আমরা আদালতে যাব।’
তবে অধিদপ্তরের কর্মকর্তাগণ পূর্বে দেওয়া প্রজ্ঞাপনের পক্ষে অনড় থেকে শ্রমিকদের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনা করবেন মর্মে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
চা-শ্রমিকদের পূর্ণ বকেয়া মজুরি পরিশোধ ও ২০২৩-২৪ সালে নতুন দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে শ্রম অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করেছে চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। ঘেরাওয়ের পর অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবন থেকে মিছিল করে শ্রম ভবন ঘেরাও করে এসব দাবি জানায় সংগঠনটি। বিকেলে একই দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করা হবে।
স্মারকলিপিতে বলা হয়, চা-শ্রমিকদের ২০২২ সালের আগস্টে দীর্ঘ ১৯ দিনের আন্দোলনের ফলশ্রুতিতে ২০২১-২২ সালের দৈনিক মজুরি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকা নির্ধারিত হয়। হিসাব অনুযায়ী, প্রত্যেক চা-শ্রমিক বকেয়া মজুরি পাবেন ৩০ হাজার টাকার অধিক। কিন্তু ১ মার্চ ২০২৩ শ্রম অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বকেয়া মজুরি থোক বরাদ্দ হিসেবে ১১ হাজার টাকা তিন কিস্তিতে পরিশোধের ঘোষণা দেয়। চা-শ্রমিকের শ্রমে আর ঘামে অর্জিত সম্পূর্ণ বকেয়া মজুরি কেন দেওয়া হবে না, সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ১১ হাজার টাকা বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা স্বাক্ষর করেননি জানিয়ে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বকেয়া মজুরি ১১ হাজার টাকা পরিশোধের ব্যাপারে চা-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো চিঠি চা-বাগান পঞ্চায়েত কমিটি বা ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চাই, চা-শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মজুরি কেন পরিশোধ করা হবে না?’
১১ হাজার টাকা বকেয়া মঞ্জুরি পরিশোধের সিদ্ধান্ত চা-শ্রমিকেরা মেনে নেননি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সাত মাস অতিবাহিত হলেও ২০২৩-২৪ সালের নতুন মজুরিসহ অন্যান্য বিষয়ে চুক্তির কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান শেষে চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সবুজ তাঁতী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। আমরা কারও কাছে ভিক্ষা চাই না। আমরা আমাদের শ্রম-ঘামে অর্জিত টাকা চাই। এখানে এসেও আমরা কোনো আশা পাইনি। আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আগামী মাসে দেশের সব চা বাগান বন্ধ করে দেব।’
সংগঠনের অন্যতম উপদেষ্টা আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, ‘শ্রমিকদের মজুরি তিন ভাগের এক ভাগ দেওয়ার চুক্তি মালিকপক্ষের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর হয়েছে। শ্রমিকদের কাছ থেকে এই চুক্তির আগে অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না হলে এই চুক্তি অবৈধ। সোজা কথায়, পূর্ণ বকেয়া মজুরি দেওয়া না হলে আমরা আদালতে যাব।’
তবে অধিদপ্তরের কর্মকর্তাগণ পূর্বে দেওয়া প্রজ্ঞাপনের পক্ষে অনড় থেকে শ্রমিকদের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনা করবেন মর্মে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে