সিলেট প্রতিনিধি
বকেয়া বেতন ও মজুরির দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা। পাশাপাশি শ্রমিকেরা বাগানের জায়গায় দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের টাকাগুলো আমরা এখনো পুরো পাইনি। এ ছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন।’
এ ছাড়া রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় তিনটি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন দোকান উচ্ছেদের দাবি জানান তাঁরা।
চা শ্রমিক সঞ্জীব রায় আরও বলেন, ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা আজকের পত্রিকাকে জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকেরা পাননি। ফলে তাঁরা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকেরা ক্ষুব্ধ।
জানতে চাইলে তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকেরা বাগান বন্ধ রেখেছেন। সে জন্য তাঁদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।’
বকেয়া বেতন ও মজুরির দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা। পাশাপাশি শ্রমিকেরা বাগানের জায়গায় দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের টাকাগুলো আমরা এখনো পুরো পাইনি। এ ছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন।’
এ ছাড়া রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় তিনটি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন দোকান উচ্ছেদের দাবি জানান তাঁরা।
চা শ্রমিক সঞ্জীব রায় আরও বলেন, ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা আজকের পত্রিকাকে জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকেরা পাননি। ফলে তাঁরা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকেরা ক্ষুব্ধ।
জানতে চাইলে তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকেরা বাগান বন্ধ রেখেছেন। সে জন্য তাঁদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে