Ajker Patrika

চা শ্রমিকের মেয়েকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুন ২০২৩, ২০: ১০
চা শ্রমিকের মেয়েকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে ভুজপুরে চা শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-বাপ্পু কুমার দে (২৮)। তিনি ভুজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের বাদল কুমারের ছেলে।

চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৮ সালে ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।’

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভুজপুর থানাধীন হালদাভ্যালী চা বাগানের এক শ্রমিকের ১২ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি বাপ্পু কুমার দে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ ও শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ফেলেন। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত