‘বাবা নেই, আমাদের ভালোবাসবে কে?’
দুই কন্যার আর্তনাদে ভারী হয়ে উঠেছিল মেডিকেলের পরিবেশ। একজন অঝোরে কাঁদছেন, আর অন্যজন বারবার চিৎকার করে জানতে চাইছেন, আমার বাবা মরল কেন? আমার বাবা মরল কেন? সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ট্রাফিক পুলিশ সদস্য মনিরুলের মেয়ের এই আকুতি সবাইকে স্পর্শ করলেও সড়কে প্রাণ হারানো কবে বন্ধ হবে তা জানেন না কেউ