নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের মাতারবাড়ীতে মোগলটুলি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় হেলে পড়া ভবন দুটির দেয়াল ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই ভবনগুলো নির্মাণের সময় নকশা মানা হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এদিকে এই দাবি মানতে নারাজ ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দারা।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ভবনের দেয়াল ভাঙা শুরু করলে তাঁরা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তা না ভাঙার দাবি জানান। তবে প্রকল্পের কর্মকর্তারা তাঁদের জানান, ঝুঁকি কমাতেই ভবনের দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন ভবন দুটি সিলগালা করে দেওয়া হবে।
ঘটনাস্থলে এসেছেন প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালের ১৫ ফুট দূরে ঘর নির্মাণ করতে বলা হয়েছে। এর পরও খালের পাশে ঘর নির্মাণ করেছে, তাদের অপসারণ করতে সময় দেওয়া হয়। কিন্তু অপসারণের বদলে তাঁরা বর্ধিত করেছে। এ কারণে স্বাভাবিকভাবেই খালের কাজ শুরু করতেই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরও যদি তাঁরা বৈধ কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলীও বলেন, এই ভবনের কিছু অংশ খালের মধ্যে পড়েছে। বর্ধিত অংশ আগে উচ্ছেদ করা হয়েছিল। ভবনটি সিডিএর নকশা অনুযায়ী নির্মাণ করা হলে এভাবে হেলে পড়ার কথা না। প্রকল্পের কাজের জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল। প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য খালের পাশে শিট পাইল দেওয়া হয়েছিল।
এই দুটি ভবন ও কাঁচা ঘরে অন্তত ১০ পরিবারের ২৫-৩০ জনের বাস। তাঁদের অনেকেই ভবন ভাঙার সময় কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দাবি করেন, তিন প্রজন্ম ধরেই তাঁরা এখানে বসবাস করছেন। তাঁরাও উন্নয়ন চান, কিন্তু এভাবে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নয়। এ সময় বাসিন্দারা ক্ষতিপূরণ দাবি করেন।
তবে সিডিএর কর্মকর্তাদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তারা স্ট্র্যান্ড রোডে অবরোধ করেন।
চট্টগ্রাম নগরের মাতারবাড়ীতে মোগলটুলি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় হেলে পড়া ভবন দুটির দেয়াল ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই ভবনগুলো নির্মাণের সময় নকশা মানা হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। এদিকে এই দাবি মানতে নারাজ ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দারা।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ভবনের দেয়াল ভাঙা শুরু করলে তাঁরা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তা না ভাঙার দাবি জানান। তবে প্রকল্পের কর্মকর্তারা তাঁদের জানান, ঝুঁকি কমাতেই ভবনের দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন ভবন দুটি সিলগালা করে দেওয়া হবে।
ঘটনাস্থলে এসেছেন প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালের ১৫ ফুট দূরে ঘর নির্মাণ করতে বলা হয়েছে। এর পরও খালের পাশে ঘর নির্মাণ করেছে, তাদের অপসারণ করতে সময় দেওয়া হয়। কিন্তু অপসারণের বদলে তাঁরা বর্ধিত করেছে। এ কারণে স্বাভাবিকভাবেই খালের কাজ শুরু করতেই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরও যদি তাঁরা বৈধ কাগজপত্র দেখাতে পারে, তাহলে আমরা ক্ষতিপূরণ দেব।’
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলীও বলেন, এই ভবনের কিছু অংশ খালের মধ্যে পড়েছে। বর্ধিত অংশ আগে উচ্ছেদ করা হয়েছিল। ভবনটি সিডিএর নকশা অনুযায়ী নির্মাণ করা হলে এভাবে হেলে পড়ার কথা না। প্রকল্পের কাজের জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল। প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য খালের পাশে শিট পাইল দেওয়া হয়েছিল।
এই দুটি ভবন ও কাঁচা ঘরে অন্তত ১০ পরিবারের ২৫-৩০ জনের বাস। তাঁদের অনেকেই ভবন ভাঙার সময় কান্নায় ভেঙে পড়েন। তাঁরা দাবি করেন, তিন প্রজন্ম ধরেই তাঁরা এখানে বসবাস করছেন। তাঁরাও উন্নয়ন চান, কিন্তু এভাবে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নয়। এ সময় বাসিন্দারা ক্ষতিপূরণ দাবি করেন।
তবে সিডিএর কর্মকর্তাদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তারা স্ট্র্যান্ড রোডে অবরোধ করেন।
ফরিদপুরে একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে সেতু-কালভার্টসহ খাল দখলের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে চারটি মাঠের প্রায় ২ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আশপাশের গ্রামগুলোর প্রায় ৮ হাজার কৃষক।
২ ঘণ্টা আগেউত্তরাঞ্চলের খাদ্যশস্যসমৃদ্ধ অন্যতম জেলা নওগাঁ। কৃষকদের সুবিধার্থে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫ একর জায়গা নিয়ে প্রকল্প বাস্তবায়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেভারতের আগরতলার বাসিন্দা নমিতা বণিক। গত ১৪ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁর ভিসায় টানা ৬০ দিনের বেশি বাংলাদেশে অবস্থান করার সুযোগ ছিল। তবে তিনি ১ মাস ২০ দিন অবৈধভাবে বাংলাদেশে ছিলেন। দেশে ফেরার সময় আইনি পদক্ষেপ এড়াতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও এসআই...
৩ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় বালু তোলার এই মহোৎসব চলছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হরিপুর তিস্তা সেতু থেকে মাত্র ৪০০ মিটার দূরে...
৩ ঘণ্টা আগে