কলুষতা মুক্তির প্রত্যাশা
সূর্য তখন পশ্চিম আকাশে ডুবছে। বছরের শেষ সূর্যটা বঙ্গোপসাগরের জলরাশিতে হারিয়ে যাওয়ার আগে সে দৃশ্য মোবাইল ফোন আর ক্যামেরায় বন্দী করছিলেন পর্যটকদের অনেকেই। অদূরে কয়েক তরুণের দল হাত নেড়ে সূর্যকে বিদায় জানাতে গেয়ে ওঠল, ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি,/এখানে থেমো না/এ বালুচরে আশার তরণী তোমার/যেন বেঁধো না।’