Ajker Patrika

হালদা নদীর পাড়ের মাটি বিক্রি, অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭: ৪৩
হালদা নদীর পাড়ের মাটি বিক্রি, অর্থদণ্ড

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর পাড়ের মাটি বিক্রির দায়ে সাবেক এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অর্থ দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ জসিম হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি একই এলাকার বাসিন্দা।

ইউএনও মো. শাহিদুল আলম বলেন, ছিপাতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় হালদা নদীর বাঁধ সংলগ্ন এলাকা থেকে কয়েক দিন ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ইউএনও আরও বলেন, এ সময় মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এক্সকাভেটরসহ চালকদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর সাবেক ইউপি সদস্য জসিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি

বাংলা ভাষার সঙ্গে জোহরান মামদানির ঘরের সম্পর্ক, যোগসূত্র মা মীরা নায়ার

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত—জানালেন আমির

আজকের রাশিফল: অফিসে মিষ্টি কথায় মন গলবে বসের, প্রেমের ঝগড়ায় চ্যাটজিপিটিতে ভরসা নয়

বুমরা-সূর্যকুমারকে শাস্তি দিল আইসিসি, নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

এলাকার খবর
Loading...