শপথের আগেই এক ইউপি সদস্যের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন মুরাদ মিজি। কিন্তু বিজয়ের এক দিন পরই তাঁর বাড়িতে বইছে শোকের মাতম। এক দিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ; এক রাতের ব্যবধানেই তা হয়ে গেল ম্লান, নেমে এসেছে শোকের ছায়া।