পায়ুপথে সোনার বার, কোনো কৌশল কাজে এলো না জিয়ার
সংযুক্ত আরব আমিরাত থেকে ৩২টি সোনার বার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫)। এসব সোনার বার তিনি প্যান্ট, জুতা ও পায়ুপথে ভরে আনেন। কিন্তু এই কৌশল তাঁর কাজে এলো না। ধরা পড়লেন জেলার কাস্টমস গোয়েন্দা বিভাগের কাছে।