বাসের ধাক্কায় আহত যাত্রী আইসিইউতে, ‘খরচ দিচ্ছে না’ শ্যামলী পরিবহন
‘আইসিইউতে আরও কয়দিন রাখতে হবে, তা জানি না। এত বিশাল খরচ বহন করার মতোও পরিস্থিতি নেই। কী করব বুঝতে পারছি না। বাবাকে কী এভাবে হারাব? মূল সড়ক থেকে অনেক দূরে থেকেও তারা মেরে দেবে, আর কোনো ব্যবস্থাও নেবে না! প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব।’