পঙ্গু বাবা-মায়ের শেষ সম্বল শরীফ হারিয়ে গেল ঘুমের ঘোরে
কুমিল্লার চান্দিনার তিরচরের কিশোর শরীফ (১৫)। এই বয়সে পড়াশোনা, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা তার। কিন্তু শরীফের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। পঙ্গু বাবা ও অসুস্থ মায়ের একমাত্র সম্বল শরীফকে মাত্র ১৫ বছর বয়সে কাঁধে তুলে নিতে হয়েছিল সংসারের হাল। ছিল বলতে হচ্ছে কারণ, আজ সোমবার চকবাজারে অগ্নিকাণ