Ajker Patrika

সাব্বিরের পরিবারের সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাব্বিরের পরিবারের সন্ধান চায় পুলিশ

রাজধানীর চকবাজার থানার পুলিশ সাব্বির নামে ছয় বছর বয়সী এক শিশুর পরিবারের সন্ধান করছে। শিশুটিকে সোয়ারীঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিজের নাম বলতে পারলেও ঠিকানা না জানায় তাকে পরিবারের কাছে ফেরত দিতে পারছে না পুলিশ।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম জানান, এক নারী গত মঙ্গলবার সোয়ারীঘাট এলাকায় সাব্বির নামের ছয় বছরের এক শিশুকে কান্না করতে দেখে থানায় নিয়ে আসেন। থানায় ডিউটি অফিসারের উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন শিশুকে থানায় রাখেন। শিশুটি নিজের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না।

আবদুল কাইউম আরও জানান, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুর পরিবার বা স্বজনের সন্ধান পেলে অথবা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার, মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নম্বর-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত