আল-আমিন রাজু, ঢাকা
কুমিল্লার চান্দিনার তিরচরের কিশোর শরীফ (১৫)। এই বয়সে পড়াশোনা, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা তার। কিন্তু শরীফের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। পঙ্গু বাবা ও অসুস্থ মায়ের একমাত্র সম্বল শরীফকে মাত্র ১৫ বছর বয়সে কাঁধে তুলে নিতে হয়েছিল সংসারের হাল। ছিল বলতে হচ্ছে কারণ, আজ সোমবার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের খাতায় নাম লিখিয়েছে শরীফ।
এক বোন ও বাবা-মাকে নিয়ে ছিল শরীফের সংসার। বাবা গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে যান। মেরুদণ্ড ভেঙে যাওয়ায় বিছানাতেই তাঁর দিন কাটতে শুরু করে। এখনো সে অবস্থাতেই আছেন। আর মা ভুগছেন কিডনির অসুখে। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় অসহায় বাবা-মায়ের একমাত্র ভরসা ছিল শরীফ। বাবা-মায়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে শরিফ কুমিল্লা থেকে ঢাকা আসে। পরিচিত একজনের মাধ্যমে রোজ ৪০০ টাকা বেতনে কাজ নেয় চকবাজারের দেবীদ্বার ঘাট কামালবাগ লেনের বরিশাল হোটেলে। সেখানে কাজ করে বাবা-মায়ের জন্য টাকা পাঠাত শরীফ। সেই টাকাতেই চলত সংসার ও তাঁদের ওষুধের খরচ। কিন্তু সোমবার আগুন কেড়ে নিল সব।
গতকাল রোববার সারা রাত কাজ শেষে সকালে অন্য পাঁচ সহকর্মীর সঙ্গে হোটেলের ওপরে থাকা রুমে ঘুমাতে যায় শরীফ। দুপুরেই গ্যাসের লাইন থেকে লাগা আগুনে ঘুমন্ত শরীফ চলে গেল চির ঘুমের দেশে। অসহায় বাবা-মায়ের একমাত্র সম্বল হারিয়ে গেল প্লাস্টিক গুদামের আগুনে।
সোমবার দুপুরে আগুনের খবরে শরীফের খোঁজে আসেন মামা আরিফ ও নানি সালমা বেগম। নাতির সন্ধান না পেয়ে বরিশাল হোটেলের সামনে আহাজারি করতে থাকেন সালমা বেগম। আরিফ বৃদ্ধা মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চকবাজারের কামালবাগ লেনের আকাশ-বাতাস।
শরীফের মামা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শরীফ নাইট ডিউটি করে ঘুমিয়েছিল। আগুন লাগার খবর শুনে তার নম্বর বন্ধ পেয়ে আমরা এখানে এসেছি। এসে দেখি আমার ভাগনা এক ঘুম থেকে চলে গেছে চীর ঘুমে।’
শরীফের নানি সালমা বেগম বলেন, ‘শরীফ আমার ভাগনির ছেলে।’ আহাজারি করে তিনি বলেন, ‘আমার ভাগনি জামাইয়ের মেরুদণ্ড ভাঙা, ভাগনি অসুস্থ। শরীফই বাবা-মায়ের ওষুধ খরচসহ সংসার চালাত। এখন কী হবে এই পরিবারের।’
শরীফ সম্পর্কে তার সহকর্মী বরিশাল হোটেলের বাবুর্চি আবুল কাশেম বলেন, ‘৪০০ টাকা দৈনিক মজুরিতে রাতের শিফটে কাজ করত শরীফ। খুব ভালো ছেলে ছিল। কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি।’
চকবাজারের কামালবাগ লেনের আগুনে শুধু শরীফ নয়, তার সঙ্গে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বাকিরা হলেন—বিল্লাল (৩৩), ওসমান (২৫) ও স্বপন (২২)। নিহতদের সবাই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে উদ্ধার হওয়া মরদেহ চেনার উপায় নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা সদরের জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ। তিনি বলেন, ‘ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাঁদের চেহারা দেখে চেনার উপায় নেই। আগুনে পুড়ে পাঁচ মরদেহের হাড় বেড়িয়ে গেছে। আরেকজনের চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাঁরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকেই হয়তো তাঁরা মারা গেছেন। ডিএনএ কিংবা অন্য প্রক্রিয়ায় লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলাবাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
কুমিল্লার চান্দিনার তিরচরের কিশোর শরীফ (১৫)। এই বয়সে পড়াশোনা, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা তার। কিন্তু শরীফের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। পঙ্গু বাবা ও অসুস্থ মায়ের একমাত্র সম্বল শরীফকে মাত্র ১৫ বছর বয়সে কাঁধে তুলে নিতে হয়েছিল সংসারের হাল। ছিল বলতে হচ্ছে কারণ, আজ সোমবার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের খাতায় নাম লিখিয়েছে শরীফ।
এক বোন ও বাবা-মাকে নিয়ে ছিল শরীফের সংসার। বাবা গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে যান। মেরুদণ্ড ভেঙে যাওয়ায় বিছানাতেই তাঁর দিন কাটতে শুরু করে। এখনো সে অবস্থাতেই আছেন। আর মা ভুগছেন কিডনির অসুখে। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় অসহায় বাবা-মায়ের একমাত্র ভরসা ছিল শরীফ। বাবা-মায়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে শরিফ কুমিল্লা থেকে ঢাকা আসে। পরিচিত একজনের মাধ্যমে রোজ ৪০০ টাকা বেতনে কাজ নেয় চকবাজারের দেবীদ্বার ঘাট কামালবাগ লেনের বরিশাল হোটেলে। সেখানে কাজ করে বাবা-মায়ের জন্য টাকা পাঠাত শরীফ। সেই টাকাতেই চলত সংসার ও তাঁদের ওষুধের খরচ। কিন্তু সোমবার আগুন কেড়ে নিল সব।
গতকাল রোববার সারা রাত কাজ শেষে সকালে অন্য পাঁচ সহকর্মীর সঙ্গে হোটেলের ওপরে থাকা রুমে ঘুমাতে যায় শরীফ। দুপুরেই গ্যাসের লাইন থেকে লাগা আগুনে ঘুমন্ত শরীফ চলে গেল চির ঘুমের দেশে। অসহায় বাবা-মায়ের একমাত্র সম্বল হারিয়ে গেল প্লাস্টিক গুদামের আগুনে।
সোমবার দুপুরে আগুনের খবরে শরীফের খোঁজে আসেন মামা আরিফ ও নানি সালমা বেগম। নাতির সন্ধান না পেয়ে বরিশাল হোটেলের সামনে আহাজারি করতে থাকেন সালমা বেগম। আরিফ বৃদ্ধা মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চকবাজারের কামালবাগ লেনের আকাশ-বাতাস।
শরীফের মামা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শরীফ নাইট ডিউটি করে ঘুমিয়েছিল। আগুন লাগার খবর শুনে তার নম্বর বন্ধ পেয়ে আমরা এখানে এসেছি। এসে দেখি আমার ভাগনা এক ঘুম থেকে চলে গেছে চীর ঘুমে।’
শরীফের নানি সালমা বেগম বলেন, ‘শরীফ আমার ভাগনির ছেলে।’ আহাজারি করে তিনি বলেন, ‘আমার ভাগনি জামাইয়ের মেরুদণ্ড ভাঙা, ভাগনি অসুস্থ। শরীফই বাবা-মায়ের ওষুধ খরচসহ সংসার চালাত। এখন কী হবে এই পরিবারের।’
শরীফ সম্পর্কে তার সহকর্মী বরিশাল হোটেলের বাবুর্চি আবুল কাশেম বলেন, ‘৪০০ টাকা দৈনিক মজুরিতে রাতের শিফটে কাজ করত শরীফ। খুব ভালো ছেলে ছিল। কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি।’
চকবাজারের কামালবাগ লেনের আগুনে শুধু শরীফ নয়, তার সঙ্গে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বাকিরা হলেন—বিল্লাল (৩৩), ওসমান (২৫) ও স্বপন (২২)। নিহতদের সবাই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে উদ্ধার হওয়া মরদেহ চেনার উপায় নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা সদরের জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ। তিনি বলেন, ‘ছয়জনের মধ্যে পাঁচজনের শরীর এমনভাবে পুড়ে গেছে যে, তাঁদের চেহারা দেখে চেনার উপায় নেই। আগুনে পুড়ে পাঁচ মরদেহের হাড় বেড়িয়ে গেছে। আরেকজনের চেহারা দেখলে কিছুটা বোঝা যায়। মরদেহগুলো দেখে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাঁরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের শুরুর দিকেই হয়তো তাঁরা মারা গেছেন। ডিএনএ কিংবা অন্য প্রক্রিয়ায় লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলাবাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
অশিক্ষিত চাষা-ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, ‘গরীবের ট্যক্সের টাকায় রাষ্ট্র-সরকার চলে, আর গরীব থাকে বঞ্চিত। অশিক্ষিত মূর্খ চাষা-ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে।’
১ সেকেন্ড আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং আজ শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেবাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছর শিক্ষকদের ভোটে সিল মারার কাজে লাগানো হয়েছে। আর নিরীহ শিক্ষকদের নানাভাবে অসম্মানিত করা হয়েছে। তাই শিক্ষকদের সম্মান ফেরাতে সবাইকে কাজ করতে হবে।
২৪ মিনিট আগেপাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
১ ঘণ্টা আগে