Ajker Patrika

পরিত্যক্ত ঘরে দিনরাত বসত জুয়ার আসর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ৪৩
পরিত্যক্ত ঘরে দিনরাত বসত জুয়ার আসর

নগরীর চকবাজারের এক বাড়িতে দিনে-রাতে বসত জুয়ার আসর। সেখানে অভিযান চালিয়ে দশজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় পুলিশ। গত সোমবার রাত ১০টায় চকবাজার থানার আব্দুল লতিফ সড়কের খোকন কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাসের প্যাকেট ও নগদ ২০ হাজার ১২৯ টাকাও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসকান্দরুল হুদা (৩৪), জহির উদ্দিন (৩৩), মো. ডালিম (৩০), মো. তাজুল ইসলাম (২৬), মো. আলমগীর (৪৫), মো. সবুজ মিয়া (৩০), খলিলুর রহমান (২২), মো. হোসেন মিয়া (৩৮), আব্দুল মোতালেব (৪৫) ও মো. শাহীন (১৮)।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দশজনকে আটক করা হয়। এ সময় কৌশলে দুজন পালিয়ে যান।

এই ঘটনায় প্রকাশ্যে জুয়া আইনে মামলার পর গতকাল মঙ্গলবার অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। জানা যায়, পুলিশের মামলায় আটক দশজনসহ পলাতক আব্দুল খালেক (৩৫) ও আব্দুর রহমান (৪০) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত