Ajker Patrika

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫: ৫৬
প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২ 

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোড আবাসিক এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই আবাসিক এলাকার ক্রিস্টাল ভিউ কে জি স্কুলের বিপরীতে সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত যুবকের নাম সৌরভ খান সোহাগ। তিনি স্থানীয় হারুনর রশীদের ছেলে এবং পেশায় ওয়াইফাই কেব্‌ল অপারেটর ছিলেন। 

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, কথা-কাটাকাটির জের ধরে সৌরভ খান সোহাগকে তাঁর প্রতিবেশী সাকিব নামের আরেক যুবক ছুরিকাঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিব ও তাঁর বাবা শফিকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ক্রিস্টাল ভিউ কে জি স্কুলের বিপরীতে রাস্তার ওপর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সৌরভ খান সোহাগের (২২) সঙ্গে সাকিবের বাবা শফির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোহাগ শফিকে চড় মারেন। শফি তখন তাঁর হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর করেন এবং একপর্যায়ে বুকে ছুরি মারেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শফি ও তাঁর ছেলে সাকিবকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত