সপ্তাহজুড়েই থাকবে ঝড়-বৃষ্টি
টানা তাপপ্রবাহের পর সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আজ সোমবার থেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি এ সপ্তাহজুড়েই অব্যাহত থাকবে। তবে টানা বৃষ্টিপাত হবে না। কখনো কালবৈশাখী, আবার কখনো বজ্রপাত ও দমকা হাওয়া নিয়ে বৃষ্টির প্রবণতা থাকবে।