Ajker Patrika

ঘূর্ণিঝড় মিগজাউম: কলাপাড়া উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬: ১৫
ঘূর্ণিঝড় মিগজাউম: কলাপাড়া উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সোমবার থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। বাতাসের চাপও তেমন নেই। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবা সুখী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মিগজাউম আজ সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। 

তিনি আরও বলেন, দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানিয়েছেন, ইতিমধ্যে বেশির ভাগ মাছ ধরার ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত