পুকুরের মাছ হঠাৎ পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে
গতকাল বুধবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা নদী থেকে মাছ শিকার করে আড়তে নিয়ে আসছেন। এ সময় এক সঙ্গে ৬টা নৌকা নদীর কিনারে ভিড়তে দেখা যায়। প্রতিটি নৌকায় দেখা যায় ব্রিগেড ও গ্রাস কার্প মাছ ভর্তি। জেলেরা নৌকা থেকে ক্যারেট বোঝাই করে মাছগুলো বিভিন্ন আড়তে নিচ্ছেন বিক্রির জন্য।