Ajker Patrika

গোয়ালন্দে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১১: ৩৩
গোয়ালন্দে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকবুলের দোকান এলাকার নবুওছিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত একজনের ও আহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও নিহত অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত একজনের নাম মো. রনি খান (২৫)। তিনি ফরিদপুর হাড়োকান্দি এলাকার মো. জলিল খানের ছেলে। তিনি একজন মোটর মেকানিক ছিলেন। গুরুতর আহত ব্যক্তির নাম স্বপন। তিনি নগরকান্দার বাসিন্দা। 

ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ছাড়া দুজনকে মৃত ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

নিহত রনি খানের বড় ভাই মো. হেলাল খান তাঁর ভাইয়ের পরিচয় নিশ্চিত করে বলেন, তাঁর ভাই একজন মোটর মেকানিক। ধুলদি বাজারে তাঁর গ্যারেজ। কিছুদিন যাবৎগ্যারেজে কাজ কম থাকায় সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল ভাড়ায় চালায়। ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য শনিবার সন্ধ্যার আগে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে বের হয়। 

হেলাল খান বলেন, ‘রাত ১১টার দিকে আমার ফোনে কল আসে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আসতে। এখানে এসে দেখি আমার ভাই।’ 

কান্নাজড়িত কণ্ঠে হেলাল বলেন, ‘আমার বড় ভাইডা এইভাবে মরছে, এই ভাইও এইভাবেই মরল। আমার ভাইয়ের স্ত্রীর আর কিছুদিন পরে বাচ্চা হবে, এর জন্য টাকার দরকার হতে পারে বলে মোটরসাইকেল ভাড়ায় টানতেছিল। আমাদের এখন কী হবে? আমার ভাইরে কই পাব?’ 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে দৌলতদিয়া থেকে আসছিল মোটরসাইকেলটি। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তাঁরা মোকবুলের দোকান এলাকায় এলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটকে অভিযান ও আইনি পদক্ষেপ চলমান আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত