Ajker Patrika

পদ্মা নদীর ২০ কেজির কাতলা ২৪ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পদ্মা নদীর ২০ কেজির কাতলা ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে আ. কুদ্দুস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আ. কুদ্দুস হালদার বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষবার হিসেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৯টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়তে নিয়ে যাই। সেখানে মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা নিলামে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেয়।’ 

 ৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়ার দুলাল মণ্ডলের মাছের আড়ত থেকে খোলা নিলামের মাধ্যমে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় কিনেছি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার কয়েক ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেছি। প্রতি কেজিতে ১০০-২০০  টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এ ছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারণে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে আশা করি। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত