ঈদের শেষ মুহূর্তে বেড়েছে কামারদের ব্যস্ততা
কোরবানির ঈদের আর মাত্র বাকি দুই দিন। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামারদের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলো টুং ট্যাং শব্দে চারদিকে মুখরিত হয়ে উঠেছে। নতুন ও পুরোনো চাকু, ছুরি, দা, চাপাতি, বটি, হাঁসুয়া ইত্যাদি তৈরি ও শাণ দিচ্ছেন তাঁরা...