Ajker Patrika

গোমস্তাপুরে আগুনে পুড়ে নিহত এক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরে আগুনে পুড়ে নিহত এক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের তাহিরুল ইসলামের ছেলে। 

স্থানীয় জানায়, শুক্রবার রাতে রবিউল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে তাঁর বাড়িতে দাউদাউ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রথমে তাঁরা রবিউলকে উদ্ধার ও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও রবিউলের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশ রবিউলের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে তুলে দিয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

খবর পেয়ে আজ শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ওই বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে ওই পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী তুলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত