গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবান্নের অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পোসালু উৎসব উদ্যাপিতে হয়েছে। পুনর্ভবা নদীঘেঁষা রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় চলে এই উৎসব। গতকাল শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নতুন প্রজন্মের কাছে নবান্ন উৎসবকে তুলে ধরতে রহনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম পোসালু উৎসবের আয়োজন করেন। তাঁকে এই উৎসবে সহায়তা করেন গ্রামের নারী ও এলাকার শিক্ষার্থীরা।
এলাকার শিক্ষার্থীরা জানায়, শিক্ষিকার কাছে অনুপ্রাণিত হয়ে পোসালু উৎসবে অংশ নিয়েছে। আগের বছরগুলোতে মমতাজ আপা পিঠা উৎসব করতেন। এবার তিনি পোসালু উৎসব করেছেন। এই উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডিম, তেল, পেঁয়াজসহ নানা উপকরণ সংগ্রহ করা হয়েছে।
রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার বলেন, ‘এই উৎসবে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে। গ্রামবাংলা ঐতিহ্যগুলো তুলে ধরেছেন মমতাজ বেগম। আমার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছে।’
পোসালু উৎসবটি দেখতে আসা পঞ্চম শ্রেণির ছাত্র সজীব বলে, ‘উৎসবটির কথা সকালে শুনেই বাবাকে নিয়ে দেখতে এসেছি। আমি কখনো এসব দেখিনি; ভালো লাগল।’
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, ‘নতুন ধানের নতুন চালে হরেক রকম খাবার ও পিঠাপুলিতে মেতে উঠত গ্রামের মেয়েরা। তবে এখন তেমনটা দেখা যায় না। প্রতিবছর মমতাজ বেগম গ্রামবাংলার হারানো ঐতিহ্য তুলে ধরে উৎসব পালন করে। আজ সে পোসালু উৎসব করল।’
এ বিষয়ে শিক্ষক মমতাজ বেগম বলেন, তাঁর নানা-নানিসহ আত্মীয়স্বজনেরা বহুযুগ ধরে পিঠাপুলি বানিয়ে খাওয়াতেন। এ বছর পিঠা উৎসব পালন করা হয়নি। তবে অন্যান্য আয়োজন করা হয়েছে।
এ উৎসবে অংশ নেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস, তাঁর পত্নী রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, মহীপুর কলেজের বাংলা বিভাগের প্রধান শহীদুল্লাহ সারওয়ার আলো, নারী কাউন্সিলর জাহানারা পারভীন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবান্নের অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পোসালু উৎসব উদ্যাপিতে হয়েছে। পুনর্ভবা নদীঘেঁষা রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় চলে এই উৎসব। গতকাল শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নতুন প্রজন্মের কাছে নবান্ন উৎসবকে তুলে ধরতে রহনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম পোসালু উৎসবের আয়োজন করেন। তাঁকে এই উৎসবে সহায়তা করেন গ্রামের নারী ও এলাকার শিক্ষার্থীরা।
এলাকার শিক্ষার্থীরা জানায়, শিক্ষিকার কাছে অনুপ্রাণিত হয়ে পোসালু উৎসবে অংশ নিয়েছে। আগের বছরগুলোতে মমতাজ আপা পিঠা উৎসব করতেন। এবার তিনি পোসালু উৎসব করেছেন। এই উৎসব পালনের জন্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডিম, তেল, পেঁয়াজসহ নানা উপকরণ সংগ্রহ করা হয়েছে।
রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার বলেন, ‘এই উৎসবে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে। গ্রামবাংলা ঐতিহ্যগুলো তুলে ধরেছেন মমতাজ বেগম। আমার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসছে।’
পোসালু উৎসবটি দেখতে আসা পঞ্চম শ্রেণির ছাত্র সজীব বলে, ‘উৎসবটির কথা সকালে শুনেই বাবাকে নিয়ে দেখতে এসেছি। আমি কখনো এসব দেখিনি; ভালো লাগল।’
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, ‘নতুন ধানের নতুন চালে হরেক রকম খাবার ও পিঠাপুলিতে মেতে উঠত গ্রামের মেয়েরা। তবে এখন তেমনটা দেখা যায় না। প্রতিবছর মমতাজ বেগম গ্রামবাংলার হারানো ঐতিহ্য তুলে ধরে উৎসব পালন করে। আজ সে পোসালু উৎসব করল।’
এ বিষয়ে শিক্ষক মমতাজ বেগম বলেন, তাঁর নানা-নানিসহ আত্মীয়স্বজনেরা বহুযুগ ধরে পিঠাপুলি বানিয়ে খাওয়াতেন। এ বছর পিঠা উৎসব পালন করা হয়নি। তবে অন্যান্য আয়োজন করা হয়েছে।
এ উৎসবে অংশ নেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস, তাঁর পত্নী রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিব সাত্তার, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, মহীপুর কলেজের বাংলা বিভাগের প্রধান শহীদুল্লাহ সারওয়ার আলো, নারী কাউন্সিলর জাহানারা পারভীন প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪