ইব্রা-হালান্ডের এজেন্টকে ৪ মাসে দুবার মেরে ফেলেছে সংবাদমাধ্যম!
পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ড—নামীদামি সব ফুটবলার তাঁর খদ্দের। সে কারণে বিশ্ব ফুটবলে মিনো রাইওলাকে সবাই ‘সুপার এজেন্ট’ বা ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে চেনেন।