Ajker Patrika

করোনাভাইরাস নিয়ে যত গুজব

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
করোনাভাইরাস নিয়ে যত গুজব

করোনাভাইরাস যখন থেকে তাণ্ডব শুরু করেছে, তখন থেকেই গুজব ছড়িয়েছে বাতাসের বেগে। এই গুজব প্রতিহত করতে নানা পদক্ষেপ নিলেও প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গুজব। এসব গুজবে কান দিয়ে অনেকে ভুলকে ঠিক মনে করে স্বাস্থ্যের ক্ষতি করে বসেন। গত দেড় বছরে করোনাভাইরাসকে ঘিরে তৈরি কয়েকটি গুজব-

করোনাভাইরাস তৈরি ল্যাবে
ভাইরাসের উৎস নিয়ে এখনো চলছে অনুসন্ধান। তবে বিজ্ঞানীদের ভাষ্য, একে ল্যাবে সৃষ্টি করা হয়নি। অন্যান্য করোনা প্রজাতির উৎস দেখে বোঝা গেছে, এই ভাইরাস বাদুড় থেকে মানুষের কাছে এসেছে।  

দ্রুত তৈরি টিকা ত্রুটিপূর্ণ
ওষুধ নির্মাতারা সময় আর অনেক অর্থ ব্যয় করে টিকা তৈরি করেছে। আধুনিক প্রযুক্তিতে একসঙ্গে অনেক টিকা তৈরি সম্ভব। অনেক কড়া বিধি, কয়েকটি পর্যায় পেরিয়ে, নিরাপত্তা আর কার্যকারিতা দেখে টিকার অনুমোদনের জন্য পাঠানো হয় এফডিএতে।

করোনার টিকা অসুস্থ করবে
এটা সম্ভব নয়। টিকার মধ্যে জীবিত বা ম্রিয়মাণ জীবাণু নেই। টিকা তৈরির প্রযুক্তি ভিন্ন। তাই এর মাধ্যমে অসুস্থ হওয়া অসম্ভব। বিজ্ঞানীরা দেখেছেন, গর্ভবতীরাও এই টিকা নিরাপদে নিতে পারবেন।

গরম পানির গড়গড়া ভাইরাস তাড়ায় 
গরম পানি দিয়ে কুলি বা গড়গড়া করলে গলা খুসখুস কমবে। তবে গরম পানিতে গোসল ভাইরাস তাড়ায়—এটা মিথ। এর কোনো ভিত্তি নেই।

নতুন ভেরিয়েন্টে টিকা অকার্যকর 
ভাইরাস শত শতবার মিউটেশন করছে। আর টিকা দিলে গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

একবার কোভিড হয়েছে আর হবে না
আপনি একাধিকবার কোভিড রোগে আক্রান্ত হতে পারেন। তাই টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানা দরকার।

ছোট সমাবেশে করোনা ছড়াবে না
ঘরের বাইরে অল্প মানুষের মাঝে থাকলেও ছড়াতে পারে করোনাভাইরাস। এ জন্য মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা জরুরি।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত