অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
করোনাভাইরাস যখন থেকে তাণ্ডব শুরু করেছে, তখন থেকেই গুজব ছড়িয়েছে বাতাসের বেগে। এই গুজব প্রতিহত করতে নানা পদক্ষেপ নিলেও প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গুজব। এসব গুজবে কান দিয়ে অনেকে ভুলকে ঠিক মনে করে স্বাস্থ্যের ক্ষতি করে বসেন। গত দেড় বছরে করোনাভাইরাসকে ঘিরে তৈরি কয়েকটি গুজব-
করোনাভাইরাস তৈরি ল্যাবে
ভাইরাসের উৎস নিয়ে এখনো চলছে অনুসন্ধান। তবে বিজ্ঞানীদের ভাষ্য, একে ল্যাবে সৃষ্টি করা হয়নি। অন্যান্য করোনা প্রজাতির উৎস দেখে বোঝা গেছে, এই ভাইরাস বাদুড় থেকে মানুষের কাছে এসেছে।
দ্রুত তৈরি টিকা ত্রুটিপূর্ণ
ওষুধ নির্মাতারা সময় আর অনেক অর্থ ব্যয় করে টিকা তৈরি করেছে। আধুনিক প্রযুক্তিতে একসঙ্গে অনেক টিকা তৈরি সম্ভব। অনেক কড়া বিধি, কয়েকটি পর্যায় পেরিয়ে, নিরাপত্তা আর কার্যকারিতা দেখে টিকার অনুমোদনের জন্য পাঠানো হয় এফডিএতে।
করোনার টিকা অসুস্থ করবে
এটা সম্ভব নয়। টিকার মধ্যে জীবিত বা ম্রিয়মাণ জীবাণু নেই। টিকা তৈরির প্রযুক্তি ভিন্ন। তাই এর মাধ্যমে অসুস্থ হওয়া অসম্ভব। বিজ্ঞানীরা দেখেছেন, গর্ভবতীরাও এই টিকা নিরাপদে নিতে পারবেন।
গরম পানির গড়গড়া ভাইরাস তাড়ায়
গরম পানি দিয়ে কুলি বা গড়গড়া করলে গলা খুসখুস কমবে। তবে গরম পানিতে গোসল ভাইরাস তাড়ায়—এটা মিথ। এর কোনো ভিত্তি নেই।
নতুন ভেরিয়েন্টে টিকা অকার্যকর
ভাইরাস শত শতবার মিউটেশন করছে। আর টিকা দিলে গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
একবার কোভিড হয়েছে আর হবে না
আপনি একাধিকবার কোভিড রোগে আক্রান্ত হতে পারেন। তাই টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানা দরকার।
ছোট সমাবেশে করোনা ছড়াবে না
ঘরের বাইরে অল্প মানুষের মাঝে থাকলেও ছড়াতে পারে করোনাভাইরাস। এ জন্য মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা জরুরি।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
করোনাভাইরাস যখন থেকে তাণ্ডব শুরু করেছে, তখন থেকেই গুজব ছড়িয়েছে বাতাসের বেগে। এই গুজব প্রতিহত করতে নানা পদক্ষেপ নিলেও প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গুজব। এসব গুজবে কান দিয়ে অনেকে ভুলকে ঠিক মনে করে স্বাস্থ্যের ক্ষতি করে বসেন। গত দেড় বছরে করোনাভাইরাসকে ঘিরে তৈরি কয়েকটি গুজব-
করোনাভাইরাস তৈরি ল্যাবে
ভাইরাসের উৎস নিয়ে এখনো চলছে অনুসন্ধান। তবে বিজ্ঞানীদের ভাষ্য, একে ল্যাবে সৃষ্টি করা হয়নি। অন্যান্য করোনা প্রজাতির উৎস দেখে বোঝা গেছে, এই ভাইরাস বাদুড় থেকে মানুষের কাছে এসেছে।
দ্রুত তৈরি টিকা ত্রুটিপূর্ণ
ওষুধ নির্মাতারা সময় আর অনেক অর্থ ব্যয় করে টিকা তৈরি করেছে। আধুনিক প্রযুক্তিতে একসঙ্গে অনেক টিকা তৈরি সম্ভব। অনেক কড়া বিধি, কয়েকটি পর্যায় পেরিয়ে, নিরাপত্তা আর কার্যকারিতা দেখে টিকার অনুমোদনের জন্য পাঠানো হয় এফডিএতে।
করোনার টিকা অসুস্থ করবে
এটা সম্ভব নয়। টিকার মধ্যে জীবিত বা ম্রিয়মাণ জীবাণু নেই। টিকা তৈরির প্রযুক্তি ভিন্ন। তাই এর মাধ্যমে অসুস্থ হওয়া অসম্ভব। বিজ্ঞানীরা দেখেছেন, গর্ভবতীরাও এই টিকা নিরাপদে নিতে পারবেন।
গরম পানির গড়গড়া ভাইরাস তাড়ায়
গরম পানি দিয়ে কুলি বা গড়গড়া করলে গলা খুসখুস কমবে। তবে গরম পানিতে গোসল ভাইরাস তাড়ায়—এটা মিথ। এর কোনো ভিত্তি নেই।
নতুন ভেরিয়েন্টে টিকা অকার্যকর
ভাইরাস শত শতবার মিউটেশন করছে। আর টিকা দিলে গুরুতর অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
একবার কোভিড হয়েছে আর হবে না
আপনি একাধিকবার কোভিড রোগে আক্রান্ত হতে পারেন। তাই টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানা দরকার।
ছোট সমাবেশে করোনা ছড়াবে না
ঘরের বাইরে অল্প মানুষের মাঝে থাকলেও ছড়াতে পারে করোনাভাইরাস। এ জন্য মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখা জরুরি।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮ ঘণ্টা আগেনানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৩ দিন আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
৩ দিন আগে