স্বপ্ন এবং স্বপ্নভঙ্গ
স্বপ্ন তৈরি হয় স্বপ্ন ঝরে যায়; বাস্তবায়িত হওয়ার সুযোগ পায় না। দিনমজুর দিনমজুরই থাকে, গার্মেন্টসশ্রমিক গার্মেন্টসেই কর্মী হিসেবে থেকে যায়। বৈশ্বিক মুনাফা বৃদ্ধি পায়, কোটিপতিরা কোটিপতি হতেই থাকে, গরিবেরা গরিবের হিসাব থেকে বের হতে পারে না। অথচ কাজ বেড়ে গেছে অনেক গুণ, কাজের দামও এখন অনেক বেশি; কিন্তু দ্