Ajker Patrika

সাড়ে ৫ মাসেও সন্ধান মেলেনি বাঘার গার্মেন্টসকর্মী রনকের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  
নিখোঁজ গার্মেন্টসকর্মী রনক হোসেন। ছবি: সংগৃহীত
নিখোঁজ গার্মেন্টসকর্মী রনক হোসেন। ছবি: সংগৃহীত

সাড়ে ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহীর বাঘার রনক হোসেন নামের এক গার্মেন্টসকর্মী। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন। রনক হোসেন (২১) উপজেলার আড়ানী পৌরসভার মৃত ইয়ার আলী সরদারের ছেলে।

জানা গেছে, রনক হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার ফকিরা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস ছুটি হলেও বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে ঘটনার চার দিন পর ১৪ জুন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই।

রনক হোসেনের মা চম্পা বেগম বলেন, আমার সন্তান সুস্থ ও শান্ত মেজাজের। সকালে বাড়ি থেকে নাশতা করে গার্মেন্টসে কাজে যায়। সন্ধ্যায় গার্মেন্টস ছুটির পর ওই দিন থেকে আর বাড়ি ফেরেনি। তিনি ছেলের সন্ধান চেয়েছেন।

চম্পা বেগম জানান, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোল। পরনে গায়ে কালো চেক শার্ট ও জিনসের প্যান্ট ছিল।

আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, রনক হোসেন নিখোঁজ হয়েছে। তার সন্ধান চালানো হচ্ছে।

রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত