ঢাকার পোশাক কারখানা এলাকার পানিতে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর রাসায়নিক: গবেষণা
বাংলাদেশের যেসব এলাকায় পোশাক কারখানা আছে সেসব এলাকা, বিশেষ করে ঢাকার নদী, খাল ও কলের পানিকে বিপজ্জনক মাত্রায় পার এবং পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্ট্যান্সেস (পিএফএএস) বা ‘ফরেভার কেমিক্যালস’ বা চিরস্থায়ী রাসায়নিকের উপস্থিতি আছে। সম্প্রতি এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে