নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রমিকেরা নন, বরং বহিরাগত, ঝুট ব্যবসায়ী ও চাকরিপ্রত্যাশীদের উসকানিতে তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগের পাশাপাশি ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এম নাজিম উদ্দিন। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আশুলিয়া-সাভার, টঙ্গী, গাজীপুর শিল্প অঞ্চলে কারখানা ভাঙচুর, হামলা, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।’
মো. শহীদুল্লাহ বাদল বলেন, ‘ওই সব এলাকার বহিরাগত, জুট ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, টোকাই ও চাকরিপ্রত্যাশীরা নানাভাবে শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা শ্রমিকদের বের করে দিচ্ছে, কারখানা বন্ধ করে দিচ্ছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আইবিসির অথবা ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো এই কর্মকাণ্ড বা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়।’
সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো—পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে কোনো কারখানা বন্ধ না করা, সব কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ, শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকা, বিগত দিনে বেআইনিভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, ঘোষিত ন্যূনতম মজুরি সব গার্মেন্টস কারখানায় বাস্তবায়নের তদারকি, মজুরি আন্দোলনের সময় সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গার্মেন্টস শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে রেশনিং প্রথা চালু, যখন-তখন বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ এবং বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতির নেওয়ার ব্যবস্থা করা।
শ্রমিকেরা নন, বরং বহিরাগত, ঝুট ব্যবসায়ী ও চাকরিপ্রত্যাশীদের উসকানিতে তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগের পাশাপাশি ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এম নাজিম উদ্দিন। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আশুলিয়া-সাভার, টঙ্গী, গাজীপুর শিল্প অঞ্চলে কারখানা ভাঙচুর, হামলা, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।’
মো. শহীদুল্লাহ বাদল বলেন, ‘ওই সব এলাকার বহিরাগত, জুট ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, টোকাই ও চাকরিপ্রত্যাশীরা নানাভাবে শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা শ্রমিকদের বের করে দিচ্ছে, কারখানা বন্ধ করে দিচ্ছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আইবিসির অথবা ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো এই কর্মকাণ্ড বা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়।’
সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো—পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে কোনো কারখানা বন্ধ না করা, সব কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ, শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকা, বিগত দিনে বেআইনিভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, ঘোষিত ন্যূনতম মজুরি সব গার্মেন্টস কারখানায় বাস্তবায়নের তদারকি, মজুরি আন্দোলনের সময় সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গার্মেন্টস শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে রেশনিং প্রথা চালু, যখন-তখন বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ এবং বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতির নেওয়ার ব্যবস্থা করা।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে