গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানা মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
১ মে থেকে বন্ধ ঘোষিত কেয়া গ্রুপের কারখানাগুলো হলো, কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন) ও গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকার কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।