নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের একাধিক ব্যানারে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম ও শ্রমিক নেতা প্রকাশ দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল ফিতরের আগে ২০ থেকে ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না।
সমাবেশ থেকে শ্রমিক নেতা ও শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা ঈদের আগে প্রত্যাহার এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমের মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির ব্যানারে জাতীয় প্রেসক্লারের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ করেছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা চলে গেছে। যানচলাচল স্বাভাবিক ছিল। কেউ সড়ক অবরোধ করেনি।
ঈদুল ফিতরের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের একাধিক ব্যানারে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম ও শ্রমিক নেতা প্রকাশ দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল ফিতরের আগে ২০ থেকে ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না।
সমাবেশ থেকে শ্রমিক নেতা ও শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা ঈদের আগে প্রত্যাহার এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমের মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির ব্যানারে জাতীয় প্রেসক্লারের সামনে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ করেছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারা চলে গেছে। যানচলাচল স্বাভাবিক ছিল। কেউ সড়ক অবরোধ করেনি।
কাতার থেকে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
২ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এই বরাদ্দ কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয়পদ্ধতিতে দেওয়া হয়েছে, যা পেয়েছে মের্সাস শুভ্রা টেডার্স ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
৩ ঘণ্টা আগেসভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া প্রসঙ্গে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে শিরীন পারভীন হক বলেন, ‘নারী কমিশনকে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা। আমরা তাদের অ্যাপ্রোচ করেছিলাম। তারা বলেছে, অনেক দিন হয়ে গেছে, এখন আর নতুন করে হবে না।
৩ ঘণ্টা আগেগণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তর করতে পূর্তকাজের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরে রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে নির্মাণ বা সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে করবে পূর্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাক
৪ ঘণ্টা আগে