Ajker Patrika

সংবিধান সংস্কার কমিশন সময় দেয়নি, ঐকমত্য কমিশনেও নেই নারীরা, ক্ষুব্ধ শিরীন হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২১: ২৭
রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আজ মঙ্গলবার আয়োজিত সভা। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আজ মঙ্গলবার আয়োজিত সভা। ছবি: আজকের পত্রিকা

সংবিধান সংস্কার কমিশনের কাছে সময় চেয়েছিল নারীবিষয়ক সংস্কার কমিশন। তাদের তা দেওয়া হয়নি। একইভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান বৈঠকেও তাদের রাখা হয়নি। ফলে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ঘিরে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো হচ্ছে, তাতে কোনো প্রভাব বা মতামত রাখতে পারছে না নারীবিষয়ক সংস্কার কমিশন।

এসব নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে ‌এক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক। যৌনকর্মীদের কাজের স্বীকৃতি ও অধিকার নিয়ে ওই সভার আয়োজন করা হয়।

সভায় শিরীন হক বলেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ৯টির সঙ্গে বৈঠক করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। কিন্তু সংবিধান সংস্কার কমিশন তাদের সময় দেয়নি।

তাঁর অভিযোগ, সংবিধান ইস্যুতে নারীদের অবদান রাখার ‘সক্ষমতা নেই’—এমনটা ভাবার কারণেই নারীবিষয়ক সংস্কার কমিশনের সঙ্গে বসার প্রয়োজন মনে করেনি সংবিধান সংস্কার কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনেও কোনো নারী প্রতিনিধি নেই।

সভায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া প্রসঙ্গে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে শিরীন হক বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনকে বিভিন্ন জায়গা থেকে বাদ দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন একটা। আমরা তাদের অ্যাপ্রোচ করেছিলাম। তারা বলেছে, অনেক দিন হয়ে গেছে, এখন আর নতুন করে হবে না। এটা একটা অজুহাত।

‘ঐকমত্য কমিশনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আগে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। আমরা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ৯টি কমিশনের সঙ্গে বসতে পেরেছি। শুধু ওই কমিশন (সংবিধান সংস্কার কমিশন) আমাদের সময় দেয়নি। এটা নিয়ে জনসম্মুখে আমি বলেছি, এটা একটা নারীবিবর্জিত কমিশন। তারা মনে করে, সংবিধান ইস্যুতে নারীদের অবদান রাখার সক্ষমতা নেই। এ রকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের এগোতে হচ্ছে। আমি আশা করব, অন্যান্য নারী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন এ বিষয়ে কথা বলবে।’

ঐকমত্য কমিশনে অংশগ্রহণ না থাকলেও মন্ত্রণালয় পর্যায়ে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো ভালো সাড়া পাচ্ছে বলে জানান এই কমিশনের আরেক সদস্য মাহীন সুলতান।

মাহীন সুলতান বলেন, ‌‌‌‘এখন যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো হচ্ছে, সেখানে আমরা প্রবেশ করতে পারছি না, কোনো ইনফ্লুয়েন্সও (প্রভাব) রাখতে পারছি না। কিন্তু মন্ত্রণালয় পর্যায়ে আমরা কিছু মিটিং করেছি। ওইখানে আমরা আরও ভালো সাড়া পেয়েছি। যেমন—শ্রম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন ও বিচার বিভাগ।’

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় সম্পর্কে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

সভায় যৌনকর্মীদের বিষয়ে নারীবিষয়ক সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

যৌনকর্মীরা জানান, একদিকে যৌনকর্মীদের পেশার স্বীকৃতি নেই, অন্যদিকে তাঁরা চাঁদাবাজিসহ নানা ধরনের নিপীড়নের শিকার। প্রতিকার চাইতে প্রশাসনের দ্বারস্থ হলেও তাঁদের নানাভাবে হয়রানি করা হয়।

সভায় যৌনকর্মীদের কাজের স্বীকৃতি, নাগরিক অধিকার ও তাঁদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

যৌনকর্ম পৃথিবীর আদি পেশাগুলোর মধ্যে অন্যতম উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব ত্রপা মজুমদার বলেন, ‘যৌনকর্ম পেশাটাকে সমাজ থেকে বাদ দেওয়া কি সম্ভব? যদি তা না হয়, তাহলে এই পেশার স্বীকৃতি দিতে হবে এবং সুরক্ষা দিতে হবে। পেশার স্বীকৃতি, শ্রমিকের স্বীকৃতি অত্যন্ত জরুরি। আইনগত স্বীকৃতি পেলে সমাজ ওই জিনিসটাকে গ্রহণ করতে বাধ্য হবে।’

সভায় আরও বক্তব্য দেন নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য কামরুন নাহার, কল্পনা আক্তার, নারীপক্ষের সদস্য মাহবুবা মাহমুদ লীনা, জাহানারা খাতুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত