গাজীপুর প্রতিনিধি
ঈদের আগে বকেয়া বেতনসহ পাওনার দাবিতে শ্রমিক অসন্তোষ বাড়ছে দিন দিন। গতকাল মঙ্গলবার এমন দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে রাজধানীর পল্টনে পুলিশের লাঠিপেটার শিকার হলেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ছাড়া একই দাবিতে ঢাকার
সাভারে আঞ্চলিক সড়ক ও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
গতকাল পল্টনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা বাকি রেখেছেন মালিকেরা। এই দাবিতে গত রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। বিক্ষোভের তৃতীয় দিন ছিল গতকাল। এদিন সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আন্দোলনরত শতাধিক শ্রমিক বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তবে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছেন।’
আর শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রল) সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।
‘কেউ শুনছে না শ্রমিকদের কথা’ পোশাকশ্রমিক রমজান আলী নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। তাঁরা এসি রুমে বসে আছেন, আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছেন না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গেছি। কিন্তু পুলিশ আমাদের মারধর করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন।’
এদিকে ঘটনার পর গতকাল বেলা ১টার দিকে পোশাকশ্রমিকেরা আবারও বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। বেলা ৩টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শ্রম ভবনের সামনে শতাধিক পোশাকশ্রমিক অবস্থান করছেন। তাঁরা বকেয়া
বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিদাওয়ার কথা বলছেন। এ সময় সেখানে বেশ কিছু পুলিশ ও সেনাসদস্যকে দেখা যায়।
সাভার, গাজীপুরে বিক্ষোভ
ঈদের ছুটি বৃদ্ধি, চলতি মাসের বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে আন্দোলনের ঘটনায় আটক ৬ শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে হেমায়েতপুর-সিংগাইর (মানিকগঞ্জ) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের জিন্স ম্যানুফ্যাকচারিং নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কারখানা বন্ধ ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
এদিকে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গীচালা এলাকায় বিক্ষোভ করেছেন ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানার শ্রমিকেরা। এই দাবিতে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা বকেয়া বেতন চাইলে গতকাল থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করেন।
ঈদের আগে বকেয়া বেতনসহ পাওনার দাবিতে শ্রমিক অসন্তোষ বাড়ছে দিন দিন। গতকাল মঙ্গলবার এমন দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে রাজধানীর পল্টনে পুলিশের লাঠিপেটার শিকার হলেন গার্মেন্টস শ্রমিকেরা। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ছাড়া একই দাবিতে ঢাকার
সাভারে আঞ্চলিক সড়ক ও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
গতকাল পল্টনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন, ঈদ বোনাস, ছুটির টাকা বাকি রেখেছেন মালিকেরা। এই দাবিতে গত রোববার থেকে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। বিক্ষোভের তৃতীয় দিন ছিল গতকাল। এদিন সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আন্দোলনরত শতাধিক শ্রমিক বেলা সাড়ে ১১টার দিকে শ্রম ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। তবে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘আমাদের মোট ৩০-৩৫ জন আহত হয়েছেন।’
আর শাহবাগ থানার পরিদর্শক (প্যাট্রল) সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।
‘কেউ শুনছে না শ্রমিকদের কথা’ পোশাকশ্রমিক রমজান আলী নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। তাঁরা এসি রুমে বসে আছেন, আর আমরা রাস্তায় বসে আমাদের ন্যায্য টাকার দাবিতে আন্দোলন করছি। কেউ কোনো সমাধানের কথা বলছেন না। বাধ্য হয়ে আমরা সচিবালয়ের দিকে গেছি। কিন্তু পুলিশ আমাদের মারধর করেছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন।’
এদিকে ঘটনার পর গতকাল বেলা ১টার দিকে পোশাকশ্রমিকেরা আবারও বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। বেলা ৩টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, শ্রম ভবনের সামনে শতাধিক পোশাকশ্রমিক অবস্থান করছেন। তাঁরা বকেয়া
বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিদাওয়ার কথা বলছেন। এ সময় সেখানে বেশ কিছু পুলিশ ও সেনাসদস্যকে দেখা যায়।
সাভার, গাজীপুরে বিক্ষোভ
ঈদের ছুটি বৃদ্ধি, চলতি মাসের বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে আন্দোলনের ঘটনায় আটক ৬ শ্রমিকের নিঃশর্ত মুক্তির দাবিতে হেমায়েতপুর-সিংগাইর (মানিকগঞ্জ) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের জিন্স ম্যানুফ্যাকচারিং নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কারখানা বন্ধ ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদ জানিয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
এদিকে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গীচালা এলাকায় বিক্ষোভ করেছেন ‘হ্যাগ নিট ওয়্যার’ কারখানার শ্রমিকেরা। এই দাবিতে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা বকেয়া বেতন চাইলে গতকাল থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এ বছরের স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যার মাধ্যমে দেশটির জনগণ নিজেদের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে
২০ মিনিট আগেছায়ানটে দীপশিখা সন্জীদা খাতুন। নিজের সেই প্রাঙ্গণে আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নেওয়া হয় তাঁর নিথর দেহ। বেলা সাড়ে ১১টার দিকেই তাঁকে শেষ বিদায় জানাতে ছায়ানটে হাজির হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সেখানে অশ্রুসিক্ত চোকে তাঁকে ফুলেল শ্রদ্ধা তাঁরা...
৪২ মিনিট আগেভারত শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় এ কথা বলেন..
১ ঘণ্টা আগেচার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার বেলা ১টায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে