এক পরিবারের দাপটে দুই দশকে যেখানে সুষ্ঠু ভোট হয়নি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরবেষ্টিত একটি ভোটকেন্দ্রে গত ২০ বছর ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবারই কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে প্রকাশ্যে বের করে দেওয়ার অভিযোগ ভোটারদের।